
টমেটো একটি ফল হলেও সবজি হিসেবেই সারা বিশ্বে টমেটো পরিচিত। সবজি এবং সালাদ হিসেবে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ টমেটোর বেশ চাহিদা। সবজি হলেও টমেটোর মধ্যে ফলের সব গুণ বিদ্যমান। টমেটো বিলাতি বেগুন নামেও পরিচিত। ক্ষুদ্র ও মাঝারি চাষিদের জন্য এটি একটি বিশেষ অর্থকরী সবজি। বগুড়ার ধুনট উপজেলার টমেটো বাজারের ছবি তুলে পাঠিয়েছেন তরিকুল ইসলাম ।