
গাছে ঝুলে আছে মৌসুমী ফল কদবেল। ছবিটি বাসাবো সবুজবাগ এলাকা থেকে তুলেছেন সুমন শেখ।

ব্রুণ ও মেছতায় কাঁচা কদবেলের রস মুখে মাখলে বেশ দ্রুত উপকার পাওয়া যায়। ছবি : সুমন শেখ

প্রাচীন ভারতীয় চিকিৎসা বিদ্যায় কিডনি সমস্যা দূর করার জন্য সেরা প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহার হতো কদবেল। ছবি : সুমন শেখ

প্রচন্ড গরম থেকে রেহাই পেতে নদীর পানিতে দূরন্তপনায় মেতেছে শিশুদের দল। ছবি: আবু বকর।

প্রচন্ড গরম থেকে রেহাই পেতে নদীর পানিতে দূরন্তপনায় মেতেছে শিশুদের দল। ছবি: আবু বকর।