রাঙামাটির কাপ্তাই হ্রদে চলাচলরত অবৈধ স্পিডবোট ও স্টাফ বোট (সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য) বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা।
বুধবার (১০ এপ্রিল) সকাল থেকে এ ধর্মঘট চলছে। ধর্মঘটের ফলে রাঙামাটি রিজার্ভ বাজার লঞ্চ ঘাটে আটকা পড়েছে শত শত যাত্রী। পাহাড়ের চলমান বৈসাবী উৎসবের সময় কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিক এ ধর্মঘটে বিপাকে পড়েছে যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙামাটি জোনের চেয়ারম্যান মঈন উদ্দিন সেলিম জানান, কাপ্তাই হ্রদে চলাচলরত অবৈধ স্পিডবোট ও স্টাফ বোট বন্ধে প্রশাসনের কোনো সহযোগিতা না পাওয়ায় এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদ বেষ্টিত হচ্ছে রাঙামাটি জেলা। এই হ্রদে লঞ্চ, স্পিডবোট যোগে জেলার ৬টি উপজেলার মানুষ যাতায়াত করে। ধর্মঘটের কারণে চরম বিপাকে পড়েছে তারা।