কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

কুড়িগ্রাম, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম | 2023-08-30 14:33:04

কুড়িগ্রামে নদ-নদীর পানি কিছুটা হ্রাস পেলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনো ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের ঘর-বাড়ি থেকে পানি নেমে যায়নি।

ফলে এসব এলাকার বন্যা দুর্গতে মানুষজন ঘরে ফিরতে না পারায় অতি কষ্টে উঁচু বাঁধ ও সড়কে আশ্রয় নিয়ে দুর্বিসহ জীবন-যাপন করছে। ডায়রিয়া, চর্মরোগসহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন এসব এলাকার মানুষজন।

বন্যা দুর্গত এলাকার মানুষের হাতে কাজ ও ঘরে খাবার না থাকায় চরম খাদ্য সংকটে পড়েছেন তারা। সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন ও সাহায্য সংস্থা বন্যার্তদের মাঝে ত্রাণ তৎপরতা শুরু করলেও তা বিপুল সংখ্যক বন্যাকবলিত মানুষের জন্য অপ্রতুল মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে শুক্রবার (২৬ জুলাই) ফুলবাড়ী উপজেলায় সাথী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বন্যায় জেলায় এ পর্যন্ত পানিতে ডুবে ১৭ শিশুসহ ২১ জনের মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর