সরকার ঘোষিত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে রাজবাড়ীর তিনটি উপজেলার উপর দিয়ে প্রবাহিত পদ্মা নদী থেকে ৩৯৪ জন জেলেকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে জেলা মৎস্য অফিস এই তথ্য নিশ্চিত করেন।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে রাজবাড়ীতে ৩৯৪ জন জেলেকে আটক করা হয়েছে। এরমধ্যে ২৯৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাছাড়া অভিযান চলাকালীন সময়ে ৩ হাজার ১৩০ কেজি ইলিশ, ৩৮ লাখ ৭২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৪টি নৌকা জব্দ করা হয় এবং ৩ লাখ ৮৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়াও অভিযান চলাকালীন সময়ে মাছসহ রাজবাড়ীতে দুই পুলিশ সদস্য ও দুই জন জেলা মৎস্য অফিসের কর্মচারীকেও আটক করে আইনশৃঙ্খলা বাহিনী
।