ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের অভ্যন্তরীণ কন্টেইনার নদীবন্দর নির্মাণ (আইসিটি) প্রকল্পের বিষয়ে অধিগ্রহণকৃত দুই ভূমি মালিককে চারটি চেকের মাধ্যমে ১ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার ৫১৭ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি।
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তনিমা আফ্রাদ, আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সিনিয়র সহসভাপতি আবু আব্দুল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অতিথিদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত ভূমি ও অবকাঠামোর মালিক আবু নাছের আহমেদ ও আবু রেজভী আহমেদ অতিথিদের কাছ থেকে চারটি চেকের মাধ্যমে ১ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার ৫১৭ টাকা বুঝে নেন।