ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর নজিরবিহীন হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন এ সংগঠনটি।
মানববন্ধনে ভিপি নুরের ওপর হামলা হওয়াকে পুরো জাতির ওপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষকরা৷ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও দাবি জানান তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও সাদাদলের যুগ্ম-সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘ডাকসুর ওপর যখন এ ধরনের সন্ত্রাসী হামলা হয়, তখন তা সমগ্র জাতিকে আঘাত করে।’
বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক লায়লা নুর ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, 'গত রোববার ডাকসু ভবনে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তার প্রতিবাদ জানাতে আমরা এখানে দাঁড়িয়েছি৷ ডাকসু সমগ্র জাতির আশা আকাঙ্ক্ষার জায়গা৷ এখানে যখন সন্ত্রাসী হামলা হয় তখন পুরো জাতিকে তা গভীরভাবে আঘাত করে৷ সেদিন আমাদের ছাত্রদের, আমাদের অঙ্গনে সন্ত্রাসী হামলা করা হয়েছে৷ আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি৷ আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মুক্ত চিন্তা করবে৷ কিন্তু তা করতে বাধাপ্রাপ্ত হচ্ছে তারা৷ ভিপি নুরের ওপর যে হামলা হয়েছে, সে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি৷'
ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'একটি ব্যর্থ রাষ্ট্রের যত বৈশিষ্ট্য সব বর্তমানে দেশের সর্বক্ষেত্রে বিরাজমান৷'
পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সাদাদলের আহ্বায়ক অধ্যাপক ড.এবিএম ওবায়দুল ইসলাম বলেন, 'গত ২২ তারিখ ডাকসুর ওপর যে হামলা হয়েছে তা পুরো বিশ্ববিদ্যালয়ের ওপর হামলার সামিল৷ ডাকসুর ভিপি ক্ষমতাসীনদের আদর্শ ধারণ করে না, তার ওপর বারবার হামলা হয়েছে৷ আমরা হামলার নিন্দা এবং প্রতিবাদ জানাই৷ বর্তমান সরকার সর্বক্ষেত্রই ব্যর্থ হচ্ছে।'