কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
আগুনে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের ব্যবহারের টেবিল, চেয়ার, ল্যাপটপ, প্রিন্টার, রাউটার, ডিভিআর, সিসি ক্যামেরাসহ মনিটর এবং অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একে এম সাইফুল আলম বার্তা২৪.কম-কে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আগুনের কারণে অফিসের কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়নি। আগুনে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।