শুকনো মৌসুমেও গাইবান্ধার বিভিন্ন স্থানে দুইদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণে গ্রামের কাঁচা রাস্তাগুলো কাদায় পরিণত হয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে গ্রামবাসীর।
শুক্রবার (৩ জানুয়ারি) জেলার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউপি গেটস্থ উত্তরের কাঁচা রাস্তাটিতে এমনই চিত্র দেখা গেছে।
জানা যায়, উপজেলার জামালপুর চৌধুরী বাজারের পশ্চিম গেইট থেকে জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় হয়ে রজিবনগর দিয়ে শ্রীকলা মাদরাসা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তাটিতে একটু বৃষ্টি হলেই কাদায় পরিণত হয়। এতে এই রাস্তা দিয়ে চলাচলকারী সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
দেশের অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় জেলার অন্যান্য উপজেলার কাঁচা রাস্তাগুলো পাকাকরণ হলেও, অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে জামালপুর ইউনিয়নের কাঁচা রাস্তাগুলো। একটু বৃষ্টি হলেই কাদায় পরিণত হয়। যা একদমই চলাচলের অনুপযোগী।
এই এলাকার প্রবীণ ব্যক্তি নওয়াব আকন্দ জানান, জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে একই স্থানে ৪টি স্কুল কলেজ, ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, মসজিদ মাজার, ক্লিনিকসহ অন্যান্য প্রতিষ্ঠানে প্রবেশের একটি মাত্র প্রধান রাস্তা এটি। একটু বৃষ্টি হলে নেমে আসে দুর্বিষহ জীবনযাপন।
এছাড়াও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডলের বাড়ি সংলগ্ন মংলাবন্দর থেকে উত্তর দিকে মুনছুর আলীর বাড়ি হয়ে হামিদ মন্ডলের ঈদগাহ মাঠ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা গ্রামীণ রাস্তার বেহাল দশার সৃষ্টি হয়েছে।
জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল বলেন, রাস্তাটির ১ কিলোমিটার পাকাকরণে ইতোমধ্যে ওই রাস্তার আইডি নম্বর প্রকৌশলী বিভাগে জমা দেওয়া হয়েছে।