করোনাভাইরাস প্রতিরোধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করেছেন বগুড়া জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২ টায় শহরের ফতেহ আলী বাজার মনিটরিং করেন।
এ সময় তিনি ফতেহ আলী বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এছাড়াও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন। সেই সাথে জনসাধারণকে প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য না কেনার জন্য পরামর্শ দেন। এ সময় তার সাথে ছিলেন বগুড়া জেলার সিভিল সার্জন গাওসুল আজিম, বগুড়া চেম্বার অব কমার্সের সহ সভাপতি মাহফুজুল হক রাজ।
এদিকে করোনা ভাইরাস আতঙ্কে বৃহস্পতিবার লোকজন নিত্যপ্রয়োজনী দ্রব্যের দোকানে ভিড় জমায়।অনেকেই অতিরিক্ত চাল, ডাল, পেয়াজ, আলু ক্রয় শুরু করেন।একারণে হঠাৎ করে খুচরা বাজারে চালের দাম কেজি প্রতি ৫ টাকা করে বেড়ে যায়।
জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানানো হয়েছে, দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে শহরের ফতেহ আলী, মালতিনগর বকশী বাজার,রাজা বাজার,গোদারপাড়া বাজার সহ বিভিন্ন বাজার গুলোতে ভ্রাম্যমান আদালত অভিযান শুরু করেছ।