গোপাট

, শিল্প-সাহিত্য

শরীফুল আলম | 2023-09-01 04:07:22

আমার দুর্ধর্ষ শব্দ গুলো যখন কবিতা হয়ে যায়
তখন তুমি বল খুশবু বেরুচ্ছে
আমিও তখন রোদ্দু পানে পিঠ দিয়ে
ঝুলন্ত প্রেমিক হয়ে যাই ,
হাতের তালুর তিলের মত
আজ তুমি লজ্জায় লুকিয়ে গেলে
বেশী বায়না করিনি অভন্তী
বায়নায় আমার শ্বাস কষ্ট বাড়ে
দোলদোল নৌকা দোলে
আমি ছলকে উঠি
বন্ধুয়া আমি বৈদেশেতে থাকি
নেশাতুর ঝিঁঝিঁর মত
প্ল্যাটফর্মে আমি একা থাকি
এমন অন্ধকার শোরগোলে
আজ আমি তোমার কাছ থেকে
একটা গল্প শুনতে চাইলাম, জীবনের গল্প
তুমি বললে তুমি আজ প্রস্তুত নও
নদীর আত্মনার্দ চলছে
সাদা আঙ্গুল গুলো ডুবে আর উঠে
আমি যেন হয়ে যাই
পুরনো আলের মত পাশে রোয়া উঠা গোপাট ।

চারিদিকে এখন তামাম শীত
তোমার থুতনির একটু উপরে
দৃশ্যমান তিল
শরীরের তাপে আর বাঁকে
মহল্লার ঐ ফাঁকে
আমরা পরস্পর মৃদুস্বরে বিদায় বলি ।

প্রতিদিন আমরা আগুণ জ্বালি
শুষে নেই প্লাবিত জলোচ্ছ্বাস
ফাগুণের আগুণ ,
অভন্তী, তুমি সুন্দর
তোমার ঘন শ্বাস সুন্দর ,
জান, আজ আমি ঘাতক পাখিদের তাড়িয়ে দিয়েছি
শুধু তোমার ঘন শ্বাস শোনবো বলে
অভন্তী, এই পরিণত বয়সে
এখনও ভালোবাসার অভাব বোধ করি
আমি চাই আমাদের হৃদয় হোক নিরাপদ এবং সংশয়হীন
সবুজ উদ্যান হউক রূপালী প্রাণের মিছিলে ,
প্রতিদিন অস্তিত্বের নজির রেখে যাই আমরা
নতুন দিনের অধ্যায়ে ।

________________
শরীফুল আলম ।
৮ ডিসেম্বর / ২০২১
হাডসন / নিউইয়র্ক
মার্কিন যুক্তরাষ্ট্র ।

এ সম্পর্কিত আরও খবর