বইমেলায় আরিফ রহমানের 'পরবাসে বন্ধু আমার'

, শিল্প-সাহিত্য

স্টাফ করেসপনডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 15:20:11

অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে লেখক আরিফ রহমানের নবম বই 'পরবাসে বন্ধু আমার'। ১৯৭১ সালেন মুক্তিযুদ্ধে বিদেশী বন্ধুদের অজানা সব অবদানের কথা নিয়ে সাজানো হয়েছে বইটি।মুক্তিযুদ্ধে গবেষণা করা তরুণদের মধ্যে অন্যতম একজন লেখক আরিফ রহমান।

বইটির প্রচ্ছদ করেছেন রাজ্জাক রুবেল। প্রকাশ করছে গ্রন্থিক প্রকাশন। ২০০ পৃষ্ঠার এ বইয়ের মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।

বইটি সম্পর্কে আরিফ রহমান বলেন, 'বাংলাদেশের জন্মযুদ্ধের অনেক অজানা গল্প এই বই থেকে জানা যাবে। ভারতের বুট পলিশ করা ছেলেদের একদিনের কামাই শরনার্থীদের জন্য দিয়ে দেয়ার গল্প থেকে শুরু করে আশিতপ ভিক্টোরিয়া ওকাম্পোর গল্প উঠে এসেছে এই বইতে'।

আরও বলেন, 'অস্ট্রেলিয়ান ডাক্তার জিওফ্রে ডেভিসের কথা যেমন এসেছে তেমনি এসেছে জাতিসংঘের সামনে পাইপ প্রোটেস্ট করা যুবকদের কথাও'।

আরিফ রহমানের জন্ম ১৯৯১ সালে। স্থানীয় ও জাতীয় দৈনিকে দীর্ঘদিন লেখালেখি করছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর