ওডিসি ইন্টারন্যাশনাল এনথোলজিতে শরীফুল আলমের কবিতা

, শিল্প-সাহিত্য

সহিদুল আলম স্বপন | 2023-09-01 01:06:49

 

বাংলাদেশি বংশদ্ভুত প্রবাসী আমেরিকান কবি শরীফুল আলম এক দারুন সম্মানে সম্মানিত হয়েছেন।

ওডিসি ইন্টারন্যাশনাল এনথোলজির বিশ্ব কবি ২০২০ কোষে তাঁর কবিতা স্থান করে নিয়েছে। বইটি আমাজনে পাওয়া যাচ্ছে। বইটি প্রবাসী বাংলাদেশিসহ অনেকের মাঝে বেশ সাড়া ফেলেছে। উল্লেখ্য কবি শরীফুল আলম বার্তা২৪.কম-এর একজন নিয়মিত লেখক। এনথোলজির বিশ্ব কবি ২০২০ কোষে প্রকাশিত কবিতাটির বাংলা ভার্সান প্রপোজ ডে প্রথম প্রকাশ করে বার্তা ২৪.কম প্রতিনিয়ত তাঁর কবিতা এবং বিশ্লেষনধর্মী লেখা বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হচ্ছে।


বাংলা ইংরেজী ভাষা ছাড়াও তাঁর কবিতা রাশিয়ান ভাষায় প্রকাশিত হয়। ফরাসি ভাষায় তাঁর বই প্রকাশের কাজ চলছে। ইতোপূর্বে বাংলা ও ইংরেজি ভাষায় তাঁর পাঁচটি কাব্যগ্রন্হ বের হয় এবং ২০২৩ সালে একুশে বই মেলায় তাঁর বাংলা ও ইংরেজী ভাষায় দুটি বই প্রকাশ হবে।

উল্লেখ্য সামাজিক, সংস্কৃতি এবং বাংলা- ইংরেজি সাহিত্যে বিশেষ অবদানের জন্য ইতিপুর্বে মার্কিন নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত কবি শরীফুল আলমকে বিশেষ সম্মাননা দেয় যুক্তরাষ্ট্রের হার্ডসন সিটির মেয়র রিক হেকটর সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এ সম্পর্কিত আরও খবর