‘ভ্রমণগদ্য’র প্রকাশনা ঘিরে দুই বাংলা ভ্রমণবিশারদদের ভ্রমণসাহিত্য আড্ডা

, শিল্প-সাহিত্য

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 01:53:34

 

ভ্রমণসাহিত্যের কাগজ ‘ভ্রমণগদ্য’কে ঘিরে শনিবার ভ্রমণসাহিত্য নিয়ে বর্ণাঢ্য আড্ডা বসেছিল গুলশানের ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবে। ভ্রমণ, পাখি ও পরিবেশ বিশেষজ্ঞ ইনাম আল হক এর সভাপতিত্বে আড্ডায় প্রধান অতিথি ছিলেন ভারতের প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক ‘ভ্রমণ’ পত্রিকার প্রধান সম্পাদক অমরেন্দ্র চক্রবর্তী। আড্ডায় বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত দুই ভ্রমণলেখক শাকুর মজিদ ও ফারুক মঈনউদ্দীন মুখ্য বক্তা হিসাবে অংশগ্রহণ করেন।

লেখক-সাংবাদিক লোপা মমতাজ এর উপস্থাপনায় আড্ডার শুরুতে স্বাগত বক্তব্য দেন ভ্রমণগদ্য সম্পাদক মাহমুদ হাফিজ। সব অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করেন কবি, ভ্রমণলেখক কামরুল হাসান। ‘ভ্রমণগদ্য’ এর এ সংখ্যার থিম বেজক্যাম্প। এভারেস্ট ও অন্নপূর্ণা বেজক্যাম্পে যাওয়ার অভিজ্ঞতা  লিখেছেন- ইফতেখারুল ইসলাম, তারেক অণু, এলিজা বিনতে এলাহী, মনিরুল ইসলাম ও আহসান রনি।


ভ্রমণ সাহিত্যে ইতিহাস ও ভূগোলের সঙ্গে কতোটা কল্পনার রঙ বা ফিকশনীয় এলিমেন্ট থাকতে পারে এ নিয়ে ভ্রমণ লেখকদের মধ্যে বিতর্ক জমে ওঠে। সবাই একমত হন যে, নিরেট ইতিহাস তো ইতিহাসই। ইতিহাসকে মনননিষ্ঠ সৃজনশীলতা দিয়েই সাহিত্যে তুলে আনতে পারলে ভ্রমণগদ্য সুখপাঠ্য হবে।

‘ভ্রমণগদ্য’ প্রকাশনা আড্ডায় ভ্রমণের লেখালেখির চালচিত্র নিয়ে প্রাণবন্ত বিতর্কে অংশগ্রহণ করেন সৈয়দ আবু জাফর, ফরিদুর রহমান, ইমাদ ইকবাল, জালাল আহমেদ, গোলাম শফিক, সৈয়দ আল ফারুক, মাহফুজুর রহমান, রুহুল আমিন শিপার, আবাম ছালাহউদ্দিন, আতিকুল ইসলাম, তৌফিক রহমান, সেলিম সোলায়মান, জান্নাতুল বাকিয়া কেকা, জেসমিন মুন্নি, ডিএম ফিরোজ শাহ, কাজল ঘোষ, মহুয়া রউফ, মনিরুল ইসলাম, হোসেইন ফজলুল বারী, মাসরুর উর রহমান আবীর, সবুজ মিয়া, আহসান রনি প্রমুখ।

শুরুতে অতিথিবৃন্দ ভ্রমণগদ্য এর নতুন সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

এ সম্পর্কিত আরও খবর