"পুরো, আধা না সিকি?" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

, শিল্প-সাহিত্য

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 22:18:20

অমর একুশে বইমেলা ২০২৩ এ প্রকাশিত হলো বর্তমান সময়ের কবি ও গীতিকার তানবীর সাজিব এর দ্বিতীয় কাব্যগ্রন্থ - "পুরো, আধা না সিকি?" ১১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচিত হলো।

সাজিব বলেন গতিময় জীবন; প্রতিনিয়ত যে যুদ্ধ, সে যুদ্ধ নিজের সাথে পাওনা - না পাওয়ার সমীকরণে, দুঃখ - সুখের বৈপরীত্যে। "জীবনের প্রতিটি অধ্যায়ে চলছে একই অংক; প্রাপ্তি - অপ্রাপ্তির পরিসংখ্যান: পুরো, আধা না সিকি? সুন্দর পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনে, "আধা বা সিকি প্রাপ্তি" কে "পুরো" ভাবতে পারাটাই জীবন, জীবনের পরিপূর্ণ আস্বাদন।"

৪৮ টি অনবদ্য কবিতার এই বইটি প্রকাশ করেছে "আজব প্রকাশ"। প্রকাশক - জয় শাহরিয়ার ও প্রচ্ছদ - গৌতম দাশগুপ্ত। বইমেলার ১০ ও ১১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারিতে অর্ডার করতে পারেন এখনই।
২০২২ এ প্রকাশিত হয়েছিল তানবীর সাজিব এর প্রথম কাব্যগ্রন্থ - "মন হারাবে যখন"।

সাজিব দেশের ফার্মাসিউটিক্যালস সেক্টরে সফল বিজনেস প্রফেশনাল হিসেবে কাজ করছেন দুই দশকেরও বেশি সময়। ২০১০ সালে যাত্রা শুরু করেন গীতিকবি হিসেবে। কাজ করেছেন বাপ্পা মজুমদার, অর্ণব, এলিটা, কনা, পার্থ বড়ুয়া, জয় শাহরিয়ারের মতো দেশবরেণ্য শিল্পীদের সাথে।

এ সম্পর্কিত আরও খবর