জয়বাংলা

কবিতা, শিল্প-সাহিত্য

হাবীবুল্লাহ সিরাজী | 2023-08-26 10:11:21

আর, আয়োজন আমাকে তাড়া ক’রলো
অন্ধকার এবং বায়ুচলাচল উস্কে দিলে
খুঁজতে চেষ্টা ক’রলাম নির্গমন পথ
দুর্গের দেয়ালে তখন রক্তের ধারা

আর, ক্ষমতা আমাকে অস্ত্রের মুখোমুখি ক’রলো
সাহস এবং সীমানা নিয়ে যতো উদ্বেগ
ততো জলপ্রপাতের মতো জনস্রোতে
সেনানিবাসের অভ্যন্তরে পতাকা তোলার অপেক্ষায়

আর, অধিকার আমাকে শস্যভাণ্ডার উন্মুক্ত ক’রলো
অরণ্য এবং জনপদ একাকার হ’তে-হ’তে
অর্জনের ছাপ এবং হিশেব-নিকেশের ধাপ
মাটির কেল্লায় চিরস্থায়ী রূপ পেলো

আর, স্বাধীন সার্বভৌম মানচিত্র
শীর্ষে জয়বাংলা লিখে
তখন আমাকে স্বাক্ষর ক’রতে ব’ললো

এ সম্পর্কিত আরও খবর