হলদিয়া বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব

সাহিত্য সংবাদ, শিল্প-সাহিত্য

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 18:59:51

পশ্চিমবঙ্গের হলদিয়ায় তিন দিনব্যাপি বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব-২০২০ শুরু হচ্ছে ১৭ জানুয়ারি। প্রয়াত আশির দশকের কবি তমালিকা পন্ডাশেঠ এর স্মৃতি স্মরণে ফি বছর আয়োজিত উৎসব এবারে দ্বাদশ বছরে পা রাখলো।

১৭ জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের ডক কমপ্লেক্স মিলনায়তনে উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব উদ্বোধন করবেন প্রখ্যাত সাহিত্যিক ও ভ্রমণলেখক বুদ্ধদেব গুহ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রফুল্ল  রায়, প্রণবকুমার মুখোপাধ্যায়, দেবেশ রায়, ড. লক্ষণ শেঠ, বৃজবিহারী, বিনীত কুমার, অমর মিত্র, তপন বন্দোপাধ্যায়, নলিনী বেরা, শ্যামলকান্তি দাশ, আশিষ লাহিড়ী, মৃণাল বসু চৌধুরী, কমল চক্রবর্তী, চিত্রা লাহিড়ী, সায়ন্তন শেঠ, সুদীপ্তন শেঠ এবং বাংলাদেশের মাহমুদ কামাল, ফরিদ আহমদ দুলাল, জরিনা আকতার প্রমুখ উপস্থিত থাকবেন।

বরাবরের মতো হলদিয়ার সংবাদ সাপ্তাহিক আপনজন উৎসবের আয়োজক। এতে ভারতের বিভিন্ন রাজ্য ও বাংলাদেশের কবি, সাহিত্যিক, ভ্রামণিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, চিত্রশিল্পী, শিল্পচিন্তক, আবৃত্তিশিল্পী, সঙ্গীতশিল্পী এবং নাট্যশিল্পী সমন্বয়ে ৫ শতাধিক সৃজনশীল মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

হলদিয়া বিশ্ববাংলা সাহিত্য-সংস্কৃতি উৎসবে বাংলাদেশের বিপুল সংখ্যক কবি-সাহিত্যিক-ভ্রামণিক-সম্পাদক-সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছেন। এতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রিত হয়েছেন রফিকুল হক দাদু ভাই, সেলিনা হোসেন, হরিশংকর জলদাস, রফিকুর রশীদ, মাহমুদ কামাল,ফরিদ আহমদ দুলাল, জাহাঙ্গীর ফিরোজ, জরিনা আখতার, আসলাম সানী, কামরুল হাসান, মাহমুদ হাফিজ, নাসরীন জাহান,প্রশান্ত মৃধা, জাকির তালুকদার, পাপড়ি রহমান, রহিম শাহ, আরিফুল হক কুমার, কামরুল বাহার আরিফ, নাসরীন নঈম, তাহমিনা কোরাইশী, রোকেয়া ইসলাম, নাহার  ফরিদ খান, নাহার আহমেদ, সন্তোষ ঢালী, স্বকৃত নোমান, অদিতি ফাল্গুনী, এস এম তুহিন, শুভ্র আহমেদ, নাহিদা আশরাফী, জাহ্নবী জাইমা, অরুন কুমার শীল, সালমা বেগ, সিক্তা কাজল, বেলায়েত হোসেন, শাহিন লতিফ, পল্টু বাসার, রণি অধিকারী, কৌমুদী নার্গিস, অনিন্দিতা আবদুল্লাহ, মাহফুজ মুজাহিদ, তৌহিদুল ইসলাম কনক, হুমায়ূন কবির প্রমুখ।

তিনদিনের উৎসবে স্মারক সম্মাননা, সাহিত্যপাঠ, আলোচনা, সঙ্গীত, নাটক ও নৃত্যের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বন্দরনগরী হলদিয়া কবি, সাহিত্যক সংস্কতিকর্মীদের  পদভারে মুখরিত হয়ে উঠবে। তিনদিনের অনুষ্ঠানের প্রথমসন্ধ্যায় টালিগঞ্জ স্বায়ং এর পরিবেশনায় নাটক ‘চন্দ্রগুপ্ত’, দ্বিতীয়সন্ধ্যায় চেতনা কলকাতার পরিবেশনায় ‘ রাণী ক্রেউসা’ এবং শেষসন্ধ্যায় মহিষাদলের  শিল্পকৃতি’র পরিবেশনায় ‘সিন্দুক’ নাটক পরিবেশিত হবে। অনুষ্ঠান উপস্থাপনা করবেন নলিনী বেরা, আশিস গিরি, আশিস মিশ্র, স্পর্শিতা পন্ডাশেঠ, দেবাশিস ভট্টাচার্য, , বিষ্ণুপদ জানা, অংশুমান চক্রবর্তী।

এ সম্পর্কিত আরও খবর