ভালোবাসি শুধু মাটি তৃণশয্যা ভূমির শয়ান

কবিতা, শিল্প-সাহিত্য

হাসান হাফিজ | 2023-08-26 16:59:31

আনন্দিত, একাকারও

শব্দও তো একপ্রকার ঢেউ
আবেগ যখন হয় ঝোড়ো বাতাসের ঝাপটা
শব্দ হার মানে
কত আর ঢেউ হবে?
আবেগ বন্যতা পেয়ে অতিরিক্ত ভিটামিন পেয়ে
এভারেস্ট ছাড়িয়েছে
নিয়ন্ত্রণ কিভাবে যে করি
বেশ ভালো বিপদে পড়েছি।
সকলেই মজা দেখছে
ত্রাতা কেউ নাই,
শব্দ ও আবেগ
বিরহ মিলন
আসক্তি নির্লিপ্তি
সব আজ একাকার...
আনন্দিত, মোহ্যমানও বটে!

ভাঙাপোড়া জোড়া পঙ্‌ক্তি

১.
ডুবে যাচ্ছি কবিতা-শব্দের খনি, কাব্যলক্ষ্মী পাতালে তোমার
জানি না সামনে আছে কী প্রচণ্ড বাধাবিঘ্ন শত্রুপারাবার
২.
শব্দের পিপাসা তীব্র, এত ঘন, আগে তা জানি নি কোনোদিন
বিলম্বে জেনেছি, তবু স্বীকার করছি তার মাদকতা সুদমুক্ত ঋণ
৩.
যেতে সে চেয়েছে যাক, গিয়ে যদি সুখী হয় আপত্তি কিসের
আমার সান্নিধ্য হয়তো ওর কাছে কাম্য নয়, অসহ্য বিষের
৪.
ভালোবাসা ভালো থেকো, তোমার সুস্থিতি কিন্তু চায় না সবাই
সঞ্জীবনী কতটা ধারণ করো, ছিটেফোঁটা আমিও তো চাই
৫.
ভাঙতে বড়ো ভালোবাসো, জোড়া দেবে সে কামনা কম
জোড়া দেওয়া সম্ভবে না, কারণ ফুরিয়ে গেছে দম
৬.
তুমি প্রেম, দুঃখ তুমি, শূন্য খাঁচা, আবেগের অন্ধ অপচয়
পরাস্তের সঘন ক্রন্দন তুমি দুঃখতাপ আর্তি পরাজয়
৭.
স্তব্ধতার সঙ্গে দেখা জলের অক্ষরে লেখা স্তব্ধতা কী নদী
বুকের ভেতরে ঝোরা, আবেগে প্রবহমান একা নিরবধি
৮.
এক জন্মে তিয়াসা যে পূরবে না, মনোবাঞ্ছা থাকবে অপূরণ
জানা ছিল, তারপরও তৃষ্ণার ছোবলে আউলা হইল দেহমন

কেন সে অমোঘ

মৃত্যুমাছি বড়োই নাছোড়—
দৌরাত্ম্যের মাত্রা ওর
কমানোর চেষ্টা করে করে
হা ক্লান্ত বিষাদগ্রস্ত
বেচারা জীবন!
ধুঁকতে ধুঁকতে জীবনের
অনেক অনেক খরচা
অপব্যয়ও বলতে পারো একে।

কথা ছিল, জীবন পূর্ণাঙ্গ হবে
প্রগতি আলোর পথে
উদ্ভাসনে অভিষেকে ফুলে
মানুষকে মহত্ত্ব সে দেবে
অমরতা টমরতা ফালতু কথা
কিন্তু ওই বেয়াদব
বিটকেলে মৃত্যুমাছি
পিছু পিছু থাকছেই, কোনোমতে
হঠানো যাচ্ছে না ওকে
মৃত্যু কেন এতটা অমোঘ?

শূন্যতাও কিছুমিছু

এই সব ছন্দলিপ্তি অবকাশ কিছুই আমার নয়
খ্যাতি যশ অর্থ তৃষা
কিছুরই কাঙাল আমি নই
ভালোবাসি শুধু মাটি তৃণশয্যা ভূমির শয়ান
শেষ কথা অন্তিম সত্যের প্রজ্বলন
হৃৎপিণ্ডে ঘাঁই মেরে
সখেদে জানিয়ে দেয় অন্তিম বারতা
যে রকম যতটুকু বেঁচেছিলে
ঋণ শোধ করেছো কতটা তার
পরমায়ু আসছে ফুরিয়ে
কিছুমিছু সম্বল আছে কী হাতে
নাকি শুধু শূন্যতাই লোফালুফি করো
নাকি শুধু অপারগ অক্ষমতা
নিভে যাওয়া হাহাকার ছাই
শরীর মনন ভরতি, চৈতন্যেও ধু ধু এক
হরিয়াল গুমরে কাঁদে একা
কেন দ্রুত জীবনের পরিধি ফুরায়?
হৃদয়ের লেনাদেনা কেন লঘু এত?

এ সম্পর্কিত আরও খবর