মোস্তফা মামুনের ছয়টি নতুন বই

সাহিত্য সংবাদ, শিল্প-সাহিত্য

ফিচার ডেস্ক | 2023-08-30 11:54:19

অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুনের নতুন ছয়টি বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে ক্রিকেট নিয়ে একটি বই ‘ম্যাচের আগের দিন’ ও তাঁর ফ্রেন্ডস ক্লাব সিরিজের তিনটি উপন্যাসের সংকলন ‘ফ্রেন্ডস ক্লাব আনলিমিটেড’ বেরিয়েছে অনন্যা থেকে।

পার্ল পাবলিকেশন্স প্রকাশ করেছে কিশোরদের জন্য তাঁর তিনটি বই—‘প্যাকেট নিয়ে পাগলামি’, ‘রাজবাড়ির অন্ধকারে’ ও ‘কিশোর গল্পসমগ্র’। এরমধ্যে প্যাকেট নিয়ে পাগলামি বইটি মোস্তফা মামুনের শুরু করা নতুন ভৌতিক সিরেজের প্রথম উপন্যাস।

নতুন ২ বইয়ের প্রচ্ছদ

বর্ষাদুপুর থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর কিশোর উপন্যাস ‘লিডার রবি’। এ বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী শিবু কুমার শীল। ভৌতিক সিরিজের প্রথম উপন্যাস ‘প্যাকেট নিয়ে পাগলামি’র প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। বাকি বইগুলোর প্রচ্ছদ ধ্রুব এষের করা।

পেশায় সাংবাদিক মোস্তফা মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর করেন। এর আগে পড়াশোনা করেছেন সিলেট ক্যাডেট কলেজে। জন্ম ও বেড়ে ওঠা মৌলভীবাজার কুলাউড়ায়। দৈনিক ভোরের কাগজ, প্রথম আলো, যায়যায়দিন, বিডিনিউজটোয়েন্টিফোর.কম-এর পর ২০০৯ থেকে আছেন দৈনিক কালের কণ্ঠের সঙ্গে।

এ সম্পর্কিত আরও খবর