আমি ভিক্ষা আমি সকরুণ

কবিতা, শিল্প-সাহিত্য

হাসান জামিল | 2023-08-31 12:01:52

জ্বর ও কাঁপনের পাশে

বিলাপ করতে করতে ছুটছে ট্রেন
শেষ বগিতে কাঁপন জ্বর ও শুশ্রূষা
কতিপয় বাদাম হাঁকের পাশে
এ-কুহক কবোষ্ণ জানলা
বিষ্টির ছাঁট
দম্পতির হল্লা
কাঁপন কাঁপন
হ্যালো
‘আমার ঘরে শনের বেড়া’
আমি ভিক্ষা
আমি সকরুণ
না না বলে শম্ভুগঞ্জে তবু থেমে থাকা
তোমার শরীর থেকে আসে পাটগন্ধ
এ-কুহক ঘোর তুমি ডাকো ডাকো
শেষ বগিতে জ্বর ও কাঁপনের পাশে

হলোকাস্ট

দ্যাখো দ্যাখো হচ্ছে কী ভবে
বুঝতেই যেন পারছো না
এক খেলা দুটা কাঠবেড়ালীর
তুমি এলে কোথা থেকে
তুমি এ-বাড়িতে ছিলে না
বিড়াল নখ থেকেও কে
নিচ্ছে টেনে মটর দানা
ও বিড়াল বন বিড়াল
হলোকাস্ট ডেকে এনো না

দেখো তোমায় মটর দিয়ে
কে বা কে খায় মণ্ডা ছানা
ও বিলাই জোড়া জোড়া
হলোকাস্ট ডেকে এনো না

বিষ্টির মতো ঝরছে মানুষ
মানুষ যেন মটর দানা

কেমন করে

আমি কেমন করে এই হরিষে হরিৎ বনে চিত্রা ধরি
কেমন করে কুমড়া ফুলে শিশির থেকে মুক্তা ছানি
কেমন করে তোমার কানে গুঁজে থাকা গোলাপ ধরি
কেমন করে কাষ্ঠ চিড়ে নৌকা বানাই জলে ঘুরি
তুমি আমার দিশার বনে
আড় থেকে দাও অনেক
বাতাস
তুমি আমার দিশার বনে
কেমনে করো
বেদিশার চাষ!
কেমন করে বলো তুমি
কেমন করে বলো তুমি

এ সম্পর্কিত আরও খবর