ঝুলন্ত সীমা দুরন্ত স্রোতে
খাড়ি পাড়ি দেয় মূলে
বুকটান মেঘ নাচে একা ঘোর
বিজলির মায়া ভুলে।
তোমাতেই তুমি পূর্ণ হরণ
অবিনাশী অন্তর
জলের ক্ষমায় মাখামাখি ছায়া
অনাগত সমস্বর।
যা জানো সূত্র আগুন-বাতাসে
মৃত্তিকা দিলে টান
আকাশের পিঠে বংশ-গোত্রে
প্রলয়ের অভিযান।
মানুষ মানে তো প্রকৃতি-চিহ্ন
জগতের সুরাসুর
জাতি ও ভাষার মানস-স্বপ্নে
ফলাফল মুজিবুর।