তীর্থস্থানে শ্রদ্ধাঞ্জলি

, বঙ্গবন্ধু’র বাংলাদেশ

সাইফুল্লাহ মাহমুদ দুলাল | 2023-09-01 12:38:47

রবীন্দ্রনাথের গান গুলিবিদ্ধ, সিঁড়িতে চশমা
রক্তে ভেজা ধানমন্ডি, ছিন্নভিন্ন বত্রিশ নম্বর
ছিন্নভিন্ন ইতিহাস, বজ্রপাতে বিমূর্ত বাতাস,
বিমূর্ত রাত্রির মন, পাখিগুলো মৃত হরপ্পা।

আমার স্নায়ুর মধ্যে হিম ঠান্ডা বরফের দানা,
চোখের ভেতর ফ্রিজে জমে আছে মৃত পাথরের
টুকরো টুকরো জল, স্তব্ধ হাত পা এবং পতাকা
বুকে নিঃশ্বাস প্রশ্বাস জমে থাকে শোকে শক্ত শিলা।

কিংকর্তব্যবিমূঢ়তা গ্রাস করে শরীর সর্বস্ব
স্মৃতিলুপ্ত হয়ে যাচ্ছি। স্থির দৃষ্টি, কষ্টে মুহ্যমান
নির্বাক দাঁড়িয়ে থাকি, সংবিধানে রক্তাক্ত বেদনা।…

নিত্য ভোর হবে তবু জাগবে না ঘুমন্ত মুজিব
মুজিবের টুঙ্গিপাড়া বাঙালির পূণ্য তীর্থস্থান,
তীর্থস্থানে শ্রদ্ধাঞ্জলি, সন্তানকে ক্ষমা করো পিতা!

এ সম্পর্কিত আরও খবর