এই সুশোভিত সবুজ উদ্যান, এই নদী ও অরণ্য; পাহাড় নিসর্গ,
নক্ষত্রখচিত রাতের আকাশ, দূরের গ্যালাক্সি থেকে
ছুটে আসা হিরন্ময় আলো সমুহ বিস্তৃত আজ, সাক্ষী থাকুক
এই মেঘ, এই বৃষ্টি, সমুদ্রের ঢেউ আর নদীর জলতরঙ্গ, রাখাইন-
সাওতাল জননীর লুপ্ত-প্রায় ভাষা, সাক্ষী থাকুক প্রাচীন পুঁথির
ব্যথিত অক্ষর আর একুশের বর্ণমালা-
আজকের এই কেন্নোপ্লাবিত দেশে তুমি যেন দামেস্কের ভারী তরবারি
কৃষক আর মজুরের কাস্তে-হাতুড়ি-
আমি যে স্বাধীন আজ- একথা বলার অহংকার একমাত্র তুমিই দিয়েছো।
শুভ জন্মদিনে হে মহামানব, তোমাকে জানাই আজ আমার প্রণতি।
ব্লু মাউনটেইন, কানাডা
মার্চ, ১৬/২১