জন্মশতবর্ষে জাতির পিতার প্রতি বার্তা’র বিনম্র শ্রদ্ধা

, বঙ্গবন্ধু’র বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 10:26:54

ছাত্রাবস্থাতেই তিনি জড়িয়ে পড়েন রাজনীতির সাথে। দেশের মানুষের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। যার নামের সঙ্গে জড়িয়ে আছে বাংলা, বাঙালি ও বাংলাদেশ। বাংলার মানুষ তাকে ভালোবেসে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির জনক’ উপাধিতে ভূষিত করেন। তিনি শেখ মুজিবুর রহমান।

১৯২০ সালের এই দিনে রাত আটটায় টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ পরিবারের আদরের ‘খোকা’। এক সময়ে হয়ে ওঠেন বাঙালির মুক্তির মহানায়ক।

এ বছর তার জন্মের শতবর্ষ পূর্ণ হতে চলায় ২০২০ সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে সরকার। মুজিব বর্ষের সূচনা হলো ১৭ মার্চ থেকে।

আজ জাতির জনকের শততম জন্মদিন। জন্মদিনের এই মাহেন্দ্রক্ষণে বার্তা২৪.কম-এর পক্ষে থেকে বাঙালি জাতির এই মহাপুরুষের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়। একটি ইতিহাস। তিনি বাঙালির আবেগ-ভালোবাসা-আদর্শ। আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে শতবর্ষী হতেন। তবে জনতার নেতা মুজিব না থাকলেও তাঁর আদর্শ ও অনুপ্রেরণা আজও বাঙালির মননে গেঁথে আছে। শ্রদ্ধায়, ভালোবাসায়, কৃতজ্ঞচিত্তে আজ জাতির পিতাকে স্মরণ করছে বাঙালি এবং ভবিষ্যতেও করে যাবে।

এ সম্পর্কিত আরও খবর