ইউল্যাবে 'লিডিং ইন ক্রাইসিস' শিরোনামে পাবলিক লেকচার

বিবিধ, ক্যাম্পাস

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 17:09:14

'লিডিং ইন ক্রাইসিস' শিরোনামে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাবে) অনুষ্ঠিত হয়ে গেলো একটি পাবলিক লেকচার। সোমবার (৩০ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল প্লাটফর্মে এটি অনুষ্ঠিত হয়।

পাবলিক লেকচারটির সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও এমএসজে-স্নাতকোত্তর প্রোগ্রাম মাস্টার্স ইন কমিউনিকেশনের সমন্বয়ক ড. সরকার বারবাক কারমাল। এতে অতিথি বক্তা ছিলেন গ্লোবালস্টেকস কনসাল্টিং কানাডা’র প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী, গ্লোবাল ইমপ্যাক্ট কাউন্সিলর, লেখক ও শিক্ষাবিদ মেইডেন মানজানাল-ফ্রাঙ্ক। মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো এতে স্বাগত বক্তব্য প্রদান করেন।

মেইডেন মানজানাল-ফ্রাঙ্ক তার বক্তব্যে চলমান কোভিড-১৯ মহামারীর মতো সংকটকালে 'সংকটকালীন যোগাযোগ' (Crisis Communication) এবং তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কৌশলগত লক্ষ্যের পূনর্মূল্যায়ন ও সংশোধনের বিষয়ে বিশেষভাবে আলোকপাত করেন।

তিনি বলেন, এ ধরনের সংকট নতুন সম্ভাবনাও তৈরি করে। এক্ষেত্রে কেবল উদ্ভূত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়াই পেশাজীবীদের জন্য যথেষ্ট নয়। বরং সক্রিয় ও স্বতঃপ্রনোদিতভাবে পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে পেশাগত ক্ষেত্রে দলগত ও ব্যক্তি পর্যায়ে নতুন সম্ভাবনাগুলো চিহ্নিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, 'আমরা কোনোকিছু পেছনে নিতে পারব না এবং আগের স্বাভাবিকতায় ফিরে যাওয়াটাও সম্ভব নয়। তাই সামনের দিকে তাকানো আর নতুন স্বাভাবিকতাকে গ্রহণ করাটাই উত্তম। মানজানাল-ফ্রাঙ্ক তরুণ পেশাজীবীদের কিছু পরামর্শও দেন যাতে করে কোভিড ১৯ মহামারীর কারণে চলমান বৈশ্বিক সংকট তাদের পেশাগত ও ব্যক্তি জীবনকে খুব বেশি প্রভাবিত করতে না পারে।

ভিডিও কনফারেন্সিং প্লাটফর্ম জুম-এর মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানটির আয়োজক ছিলো ইউল্যাবের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের স্নাতকোত্তর প্রোগ্রাম মাস্টার্স ইন কমিউনিকেশন এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর মিডিয়া এন্ড কমিউনিকেশন রিসার্চ (আইএএমসিআর) বাংলাদেশ। ইউল্যাবসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্ত হওয়া বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীরা মূল-বক্তব্য পরবর্তী আলোচনায় অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর