সারাদেশে ধর্ষণের প্রতিবাদে জাবিতে প্রতিবাদ মিছিল

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 04:45:47

সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল, মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি শেষে মিছিল করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ ঘুরে ক্যাফেটেরিয়া চত্ত্বরে গিয়ে শেষ হয়।

ধর্ষণের প্রতিবাদে এ কর্মর্সূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা।

এসময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জাহিদ আল হাসান বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি এ ধরনের কর্মকাণ্ডকে আরও বাড়িয়ে দিয়েছে। রাষ্ট্রের উচিত এ ধরনের ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। তবেই কেবল ভবিষ্যতে এ ধরনের অপকর্ম করার সাহস কেউ দেখাবে না।

সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, দেশে ধর্ষণের মতো ঘৃণিত অপরাধ দিন দিন বেড়েই চলেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। অপরাধীদের লঘু শাস্তির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। রাষ্ট্রের কাছে দাবি জানাই এ ধরনের ঘৃণিত অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হোক।

এ সম্পর্কিত আরও খবর