জাবির নিরাপত্তা কর্মকর্তাকে চাকরিচ্যুত করার দাবিতে গণস্বাক্ষর

বিবিধ, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 02:51:14

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান চালানোর অপরাধে নাহিদ হক নামের একজনকে মারধর ও মাদকের মিথ্যা মামলা প্রদানের হুমকির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনকে চাকরিচ্যুত করাসহ চার দফা দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) এ অভিযান শুরু করেন শিক্ষার্থীরা।

অনলাইনে গুগল ফরমের মাধ্যমে গণস্বাক্ষর প্রদান করছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নিয়েছেন বলেও জানান আয়োজকরা।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো- প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে, মারধরের শিকার নাহিদ হকের চিকিৎসার সকল ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে, সুদীপ্ত শাহীনের বিরুদ্ধে আনীত সকল অভিযোগের তদন্ত প্রতিবেদন অবিলম্বে প্রকাশ এবং সেগুলো আমলে নিয়ে তাকে বিচারের মুখোমুখি করতে হবে ও বিশ্ববিদ্যালয়ে আগত সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনের বিরুদ্ধে মাদক সেবন করে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীকে মারধর, রিকশা চালককে মারধর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের লাঞ্ছিত করা, বর্তমান শিক্ষার্থীদেরকে নানাভাবে হয়রানি করা, নারী সংবাদকর্মীকে উত্যক্ত করার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ, উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি পালন করলেও কোনো বিচার হয়নি এই কর্মকর্তার।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ অক্টোরব) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান চালানোর অভিযোগে নাহিদ হক নামের এক ভ্যানচালককে মারধরের অভিযোগ উঠে এ কর্মকর্তার বিরুদ্ধে। মারধরের বিষয়ে মুখ খুললে মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেন সুদীপ্ত শাহীন। এ ঘটনায় বিচার চেয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বরাবর একটি লিখিত অভিযোগ করেন নাহিদ হক।

এ সম্পর্কিত আরও খবর