বিশিষ্ট গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক রেজিস্ট্রার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হুদা (৫০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
হাটহাজারীর বাসিন্দা ও চবির ২৪তম ব্যাচের শিক্ষার্থী ড. কামরুল কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে প্রথমে চট্টগ্রামে ও পরে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
ড. কামরুলের নামাজে জানাজা শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম দামপাড়াস্থ জামিয়াতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি হাটহাজারীর কাটিরহাটে তাকে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।