রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব ভালোবাসা দিবসে প্রেম-বঞ্চিত সংঘের নেতা-কর্মীরা প্রতিবাদী মিছিল ও সমাবেশ করেছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের আমতলা থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আমতলায় এক সমাবেশে মিলিত হয়।
মিছিলে সংগঠনের নেতা-কর্মীরা স্লোগান দেন- ‘তুমি কে আমি কে- বঞ্চিত, কেউ পাবে তো কেউ পাবে না তা হবে না হবে না। দেহ দিয়ে প্রেম নয় মন দিয়ে প্রেম হয়, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না।'
সমাবেশে প্রেম বঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আহমেদ জনি বলেন, প্রেম পৃথিবীর দ্বিতীয় সূর্য। প্রেম একটি পবিত্র সম্পর্ক। প্রেমের পবিত্রতা রক্ষায় আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু তরুণ-তরুণীরা পবিত্র ভাবনা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। প্রেম হলো দুটি মনের মিল। প্রেমের ভাষা হবে চোখে-চোখে। কিন্তু বর্তমানে এর বিপরীত অবস্থা দেখতে পাচ্ছি। আমরা এসব নেতিবাচক বিষয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ভালোবাসার মানুষের হৃদয়ের আবেগের মূল্য দিতে তারা একটু কালক্ষেপণ করছেন না।
বাংলাদেশ প্রেমবঞ্চিত সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি তামির হোসনি ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আহমেদ জনির নেতৃত্বে এ সময় শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশ নেন।
প্রসঙ্গত, মিছিলের আগে কর্মীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সংগঠনটি বিশ্ববিদ্যালয় এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের জন্য দুপুরের খাওয়ার আয়োজন করেছে।