প্রশাসনের সিদ্ধান্ত আত্মঘাতী: জাবি ছাত্র ইউনিয়ন

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 09:07:09

শিক্ষার্থীদেরকে হল ছেড়ে না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকিকে প্রশাসনের জন্য আত্মঘাতী ও অপরিনামদর্শী সিদ্ধান্ত বলে মনে করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ছাত্র ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ অর্ণব সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে  বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মিখা পিরেগু ও সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, 'গেরুয়া গ্রামে বসবাসরত শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান তো দূরের কথা, বিপদে তাদের পাশে দাঁড়ানোর কাজটিও এই প্রশাসন করেনি। কোনো উপায় না পেয়ে নিজেদের জীবন বাঁচাতে শিক্ষার্থীরা যখন হল খুলে দেওয়ার আহ্বান জানায়, সেটিও তাঁরা করতে রাজি হননি। বাধ্য হয়ে শিক্ষার্থীরা হলে উঠে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিপদের সাথী না হয়ে উল্টো দমন-পীড়নের হুমকি দেয়ার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় প্রমাণ করলো যে তাঁরা শিক্ষার্থীবান্ধব নন।'

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, 'গেরুয়া অঞ্চলে বসবাসরত শিক্ষার্থীদের জীবন ধারণের জন্য অপরিহার্য গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ পর্যন্ত বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিৎ হবে বিশ্ববিদ্যালয়ের সবকয়টি হল খুলে দিয়ে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শ্রমজীবী ­মানুষের জন্য করোনার ভ্যাকসিন নিশ্চিত করা।'

এ সম্পর্কিত আরও খবর