ঢাবি ‘ক’ ইউনিটে আসনপ্রতি ৪৬ ভর্তিচ্ছু

বিবিধ, ক্যাম্পাস

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 07:25:32

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগে স্নাতক ১ম বর্ষে ভর্তির উদ্দেশ্যে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪৬জন পরীক্ষার্থী। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৮৪টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ‘ক’ ইউনিটের ১ হাজার ৭৫০টি আসনের বিপরীতে এবার পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ৮১ হাজার ৯৬জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

পরীক্ষা চলাকালীন কার্জন হল পরীক্ষা-কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আখতারুজ্জামান। এই সময় তাঁর সাথে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. আব্দুল আজিজ ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

এ সম্পর্কিত আরও খবর