রাবিতে ৩ লাখ প্রাথমিক আবেদন জমা পড়েছে

, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 19:58:46

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক বাবুল ইসলাম।

আইসিটি সেন্টার সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১৬ হাজার ২১৭টি যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫৭ হাজার ১৭০, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০ হাজার ২৭৫ এবং মানবিক বিভাগ থেকে ৪৮ হাজার ৮০২ টি। ‘বি’ ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৬৮ হাজার ৬১৮ যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩০ হাজার ৭, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ হাজার ১৯৩ এবং মানবিক থেকে ১৮ হাজার ৪১৮ টি। ‘সি’ ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ২০ হাজার ১৫৪ যার মধ্যে  বিজ্ঞান বিভাগ থেকে ১ লাখ ৩ হাজার ৬৯৩, মানবিক বিভাগ থেকে ১৩ হাজার ২৬৫ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ হাজার ১৯৬ টি।

আরও জানা যায়, আগামী ২২ মার্চ রাতে প্রতি ইউনিটের জন্য ৪৫ হাজার নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্বাচিত শিক্ষার্থীরা ২৩ থেকে ২৮ মার্চের মধ্যে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে পারবেন। শিক্ষার্থীদের প্রতি ইউনিটে ১ হাজার ১০০ টাকা (চার্জসহ) ফি দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে।

উল্লেখ্য, আগামী ১৪, ১৫ ও ১৬ জুন রাবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর