রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ছাত্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তারেক নূর।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের কল্যাণের জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছে। আমি যথাযথভাবে আমার দায়িত্ব পালনের চেষ্টা করবো। এ ক্ষেত্রে সকলের সহযোগীতা চাই।
দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক আজিজুর রহমান, হল প্রাধক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষক।
প্রসঙ্গত, অধ্যাপক তারেক নূর ১৯৯৯ সালে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের ওপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।