করোনাভাইরাসের কারণে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফি মওকুফ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। পাশাপাশি চলমান লকডাউনে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা অব্যাহত থাকবে।
বুধবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুস সালাম মিঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মহামারির কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের চলতি নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন, রিপিটার ও বিশেষ পরীক্ষার ফি মওকুফ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা অব্যাহত থাকবে। এ ছাড়া স্নাতকোত্তর শ্রেণির (নিয়মিত) ভর্তি কার্যক্রম অনলাইনে চলবে।
জানা যায়, গত ২৭ মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পর্ষদের সভায় অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। ওই সভায় অনলাইনে পরীক্ষার পদ্ধতি নির্ধারণ করে তা সিন্ডিকেটের অনুমোদনের জন্য পাঠানো হয়।
পরে ২ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় নতুন অধ্যাদেশ আকারে পরীক্ষা পদ্ধতিটি অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যে কয়েকটি বিভাগে পরীক্ষা শুরু হয়েছে। আগামী ১ জুলাই থেকে অন্য বিভাগগুলোতে পরীক্ষা শুরু হবে।