ইউজিসি সদস্যের বিরুদ্ধে চবিতে মানববন্ধন, অবাঞ্ছিত ঘোষণা!

বিবিধ, ক্যাম্পাস

কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চবি | 2023-08-27 18:27:10

করোনা পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে একদল শিক্ষার্থী মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ব্যবসায় শিক্ষা অনুষদ চত্বরে আয়োজিত ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র পক্ষে মানববন্ধনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. মো. আবু তাহেরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ সময় তাদের ভাষায় ‘দুর্নীতিবাজ প্রফেসর ড. মো. আবু তাহেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা’র কথা জানিয়ে বলেন, ‘চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে নিয়ে প্রফেসর তাহেরের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদে আমরা এই কর্মসূচি পালন করছি।’

উল্লেখ্য, চবির ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. আবু তাহের ডেপুটেশনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। তিনি জীবন বিমা করপোরেশনের সরকার মনোনীত পরিচালক। এর আগে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে দায়িত্ব পালন করেন।

এ সম্পর্কিত আরও খবর