জবির নিজস্ব বাসে বাড়ি যাচ্ছে শিক্ষার্থীরা

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 15:29:38

কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। শিক্ষার্থীরা যাতে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ও বিআরটিসির ভাড়া বাসসহ মোট ২৮টি গাড়িতে করে ১৫০৭ জন শিক্ষার্থী বাড়ি যাচ্ছে।

শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা ২০ মিনিটের পরে রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের বিভিন্ন জেলার উদ্দেশ্য বাসগুলো ক্যাম্পাস ছেড়েছে।

জানা যায়, শাটডাউনের কারণে ঢাকায় আটকে পড়েছে অনেক শিক্ষার্থী। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭-১৯ জুলাই বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বাস দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আজকে রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ যাচ্ছে ও ১৮ জুলাই যাবে বরিশাল, খুলনা বিভাগ এবং ১৯ জুলাই যাবে চট্রগ্রাম, ময়মনসিংহ বিভাগ।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় যাচ্ছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জাহিদ ইমন। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের বাস যাচ্ছে আমার জেলায়। পরিবারের সদস্যদের সাথে ঈদ করব, খুব ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক ধন্যবাদ, এরকম একটা উদ্যোগের জন্যে।"

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আবদুলাহ আল মাসুদ বলেন, সকাল ৮টার পরে ৩টি বিভাগের বিভিন্ন রুটে গাড়ি যাচ্ছে। ১ তলা ৬টি বাসে করে সিলেট বিভাগে ২৯৩ শিক্ষার্থী, ১২টি বাসে করে রাজশাহী বিভাগে ৫০২ শিক্ষার্থী, রংপুর ৭১২ জন শিক্ষার্থী যাচ্ছেন। আজকে মোট ১৫০৭ জন শিক্ষার্থীকে নিয়ে মোট ২৮ টি বাস যাচ্ছে ৩টি বিভাগে। এর মধ্যে ৬ টি বাস বিআরটিসির, বাকিগুলো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস।কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। বাসে কোনো প্রয়োজন হলে হেল্পারের সাথে যোগাযোগ করবে শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও খবর