চবি রাজনীতি বিজ্ঞানের সভাপতি ড. মুস্তাফিজ

, ক্যাম্পাস

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 17:54:38

প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (১৮ আগস্ট) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. আনোয়ারা বেগমের কাছ থেকে। চবির ঐতিহ্যবাহী ও প্রাচীন এই বিভাগ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. রফিকুল ইসলাম চৌধুরীর (আর. আই. চৌধুরী) নেতৃত্বে।

সদ্য দায়িত্ব প্রাপ্ত প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী চবি সমাজ বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন। তিনি চবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক এবং শিক্ষক সমিতির সাবেক অন্যতম শীর্ষ নেতা ছাড়াও বহু সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠনের সঙ্গে জড়িত।

বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র ইস্যুতে প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীর উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা গ্রন্থ ও প্রবন্ধ রয়েছে। কুমিল্লার সন্তান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী সামাজিক ও রাজনৈতিক গবেষণার ক্ষেত্রে একজন বিশিষ্ট বিশেষজ্ঞ।

এ সম্পর্কিত আরও খবর