কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 08:35:20

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশের যাত্রী ছাউনীতে এই হামলার ঘটনা ঘটে।

কোটা সংস্কার আন্দোলনের নেতারা জানান, প্রশ্নফাঁসের ঘটনায় ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে ছাত্রলীগ তাদের ওপর এ হামলা চালায়।

এ হামলায় কোটা সংস্কার আন্দোলনের চার যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান, মো. আতাউল্লাহ, রাতুল সরকার ও তুহিন ফারাবী আহত হয়েছেন। চিকিৎসার জন্য আহতদেরকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এই হামলায় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের নেতাকর্মীরা অংশ নেন। হামলাকারীদের নেতৃত্বে ছিলেন বিজয় একাত্তর হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তুনান, জহুরুল হল ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলী রিমন, উপ-কর্মসূচি বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন প্রমুখ।

এছাড়া বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের উপ-মুক্তিযোদ্ধা ও গবেষেণা বিষয়ক সম্পাদক জাকিউর রাফিদের নেতৃত্বে আরো প্রায় ১০-১২ জন নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

হামলার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, 'সমাবেশ শেষে যখন ফিরছিলাম, ঠিক তখনি ছাত্রলীগের প্রায় ১০-১২ জন নেতাকর্মী আমাদের ওপর অর্তকিত হামলা করে এবং সবাইকে বেধড়ক মারধর করে।'

হামলায় তীব্র নিন্দা জানিয়ে মামুন বলেন, 'ঠিক কি কারণে আমাদের ওপর হামলা, সেটা জানতে চাই। কারণ ছাত্রলীগ আর আমরা একই দাবিতে আজকে আন্দোলন করেছিলাম। এই হামলার মাধ্যমে ছাত্রলীগ ঠিক কি বুঝাতে চাচ্ছে, সেটা পরিষ্কার নয়। এ হামলার বিচার চাই।'

তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। তিনি বলেন, 'মারামারির বিষয়ে অবগত নই। খোঁজ নিচ্ছি। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।'

এ সম্পর্কিত আরও খবর