অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাবির হল খোলার সিদ্ধান্ত

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 01:41:53

স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য অক্টোবরের প্রথম সপ্তাহে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় প্রভোস্ট কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রক্টর বলেন, সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে যদি শিক্ষার্থীদের টিকাগ্রহণ সম্পন্ন হয় তাহলে অক্টোবরের শুরুর দিকে আবাসিক হল খুলতে পারব। শুরুর দিকে স্নাতকের চূড়ান্ত বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। নভেম্বরের মাঝামাঝি সময়ে সবাই উঠতে পারবে।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের বড় একটি অংশ টিকা কার্যক্রমের আওতায় আসেনি। আমরা ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। আর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ওই বছরের ১৭ মার্চ। পরে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে সরকার দফায় দফায় তা বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর