ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১ম ব্যাচ ইন্টার্নি চিকিৎসকদের বিদায় সম্বর্ধনা

, ক্যাম্পাস

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 00:14:02

গত ২৮ আগস্ট ২০২১ ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১ম ব্যাচ চিকিৎসকদের বিদায় সম্বর্ধনা “You are the First” অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ব্রিগে. জেনা (অবঃ) ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পূর্বাহ্নে বিদায়ী ইন্টার্ন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ, ডা. মো. এনায়েত করিম।

তিনি ইউএস-বাংলা মেডিকেল কলেজের পথচলার ইতিহাস তুলে ধরে সকল ইন্টার্নিকে কঠিন পরিশ্রমের মাধ্যমে জীবন গড়ে তোলার পরামর্শ দেন। ইন্টার্নি চিকিৎসকদের মধ্য হতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডা. মো. শামীম রেজা ও ডা. হুমাইরা ফেরদৌসি প্রিয়া। ইন্টার্নি চিকিৎসকদেরা তাদের আবেগঘন স্মৃতি চারণ করে ইউএস-বাংলা মেডিকেল কলেজের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যাপক ডা. সিএম রেজা কোরেশী ফরহাদ, ডা. মো. সাদেক হাসান, অধ্যাপক ডাঃ রওশন আরা খানম ও অধ্যাপক ডা. কে.এ.বি.এম তাইফুল আলম এবং ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের উপদেষ্টা ব্রিগে. জেনা. (অবঃ) সরকার মুহাম্মদ শামসুদ্দিন। অধ্যাপকবৃন্দ ও উপদেষ্টা ইউএস-বাংলা মেডিকেল কলেজের পথ পরিক্রমার বর্ণনা করে উক্ত মেডিকেল কলেজটিকে একটি সর্বাঙ্গীণ, সুন্দর ও সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সকলের একান্তিক প্রচেষ্টার উপর জোর দেন।

অধ্যক্ষ, অধ্যাপক ব্রিগে. জেনা. (অবঃ) ডা. মো. আজিজুল ইসলাম ইন্টার্নি চিকিৎসকদের মানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে চিকিৎসকের মত মহান পেশাকে সমুন্নত করার পরামর্শ দেন। তিনি বলেন চিকিৎসা পেশা মানবের তরে, মানবের কল্যানে। সকল অসুস্থ, দুঃস্থ রোগীরা যেন চিকিৎসকের স্পর্শে মানবিকতার ছোঁয়া পায়। তিনি সকল ইন্টার্নিদের উচ্চ শিক্ষা গ্রহণ সহ আগামী দিনের সুন্দর মানবিক চিকিৎসক হয়ে ইউএস-বাংলা মেডিকেল কলেজের মুখ উজ্জল করার পরামর্শ দেন। উল্লেখ্য ২০১৪-২০১৫ইং শিক্ষাবর্ষ থেকে ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১ম বর্ষ এমবিবিএস কোর্সের পথ চলা শুরু হয়। অনুষ্ঠানটির সাইন্টিফিক পার্টনার ছিল জেনারেল ফার্মাসিউটিক্যালস।

এ সম্পর্কিত আরও খবর