আধুনিক কৃষি সেবা নিয়ে কৃষকদের পাশে ‘ই-কৃষি ক্লিনিক’

, ক্যাম্পাস

শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 19:55:14

আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ হওয়ার লক্ষ্যে কৃষি ও কৃষকের অগ্রগতি, প্রযুক্তির সঠিক ব্যাবহার ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ সর্বাত্মকভাবে প্রয়োজন। বাংলাদেশের কৃষি ও কৃষকের আধুনিকায়ন ও  সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় নিয়েই বিগত বছরের আগষ্ট মাসে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয় বাংলাদেশের প্রথম  অনলাইন ভিত্তিক কৃষি ক্লিনিক "ই-কৃষি ক্লিনিক"। এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে কৃষকদের সেবাপ্রদান করে থাকে। গত বছরে এর যাত্রা শুরু হলেও ইতিমধ্যেই প্রায় চার শতাধিক কৃষক ও ছাদ বাগানীর কাছে বিনামূল্যে সেবা পৌঁছে দিয়েছে “ ই-কৃষি ক্লিনিক"।

অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কৃষি ও কৃষকের ভূমিকা অনস্বীকার্য। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি ও কৃষি জমির হ্রাস বাংলাদেশের কৃষির জন্য  হুমকিস্বরুপ যা মোকাবিলার জন্য প্রয়োজন উন্নত কৃষির আধুনিকায়ন ও প্রযুক্তির সঠিক ব্যাবহার।কিন্তু  অনেক ক্ষেত্রেই সঠিক ও যথাযথ  পরামর্শের অভাবে কৃষির যথাযথ উন্নয়ন সম্ভব হচ্ছে নাহ।এই সমস্যাকে সামনে রেখেই কৃষির আধুনিকায়নের প্রত্যয় নিয়েই এগিয়ে যাচ্ছ "ই-কৃষি ক্লিনিক"। ইতিমধ্যেই এটি অনেক কৃষকদের কাছে হয়েছে আস্থার জায়গা।

ই-কৃষি ক্লিনিক নিয়ে এর সিইও এবং সহ প্রতিষ্ঠাতা মোঃ মোমিন সরকার জানান, “ আমাদের টিমের সদস্যরা কৃষকদের সমস্যাগুলো নির্ণয় করে সঠিক পরামর্শ পৌছে দিচ্ছে অনলাইনের মাধ্যমে। দেশের যেকোনো প্রান্ত থেকেই সপ্তাহে ৭ দিন বিনামূল্যে কৃষকরা সেবা নিতে পারছেন। এছাড়াও সম্প্রতি ‘ফসল আপনার, দায়িত্ব আমার’ স্লোগান নিয়ে কাজ শুরু করে ই-মাঠ কৃষি ও ই-ছাদ কৃষি সেবা যেখানে বীজ লাগানো থেকে শুরু করে জমি তৈরী সার বালাইনাশক প্রয়োগ সবকিছুই হচ্ছে ই-কৃষি ক্লিনিকের তত্ত্বাবধানে।“

কৃষি নির্ভর অর্থনীতিতে অবদান রাখা দেশের প্রায় তিন কোটি কৃষকের এক বৃহৎ অংশ অধিক উৎপাদনের লক্ষ্যে অজ্ঞতাবশতঃ অতিরিক্ত রাসায়নিক ও কিটনাশক ব্যাবহার করে ফসল ও ফসলি জমির ক্ষতি করেন । তাই পরিবেশ সংরক্ষনে কৃষকদের রাসায়নিক সারের বিকল্প হিসেবে জৈব সার ব্যবহারে উৎসাহিত করা ও সঠিক পরিমাণে সার ও কীটনাশক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। চাষাবাদ সংক্রান্ত সকল ধরনের নির্দেশনা ও নিরাপদ কৃষি পণ্য উৎপাদন বাস্তবায়নের জন্য দেশের যেকোনো স্থান থেকে পরামর্শ পাওয়ার মাধ্যম হয়ে দাড়িয়েছে “ই কৃষি ক্লিনিক”।

এছাড়াও বৈশ্বিক মহামারী সমস্যার প্রভাব যেন কৃষির ওপর না পড়ে  তাই দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের তরুণ শিখার্থীরা কৃষকদের সহায়তা ও সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করছে অনলাইনভিত্তিক এ 'ডিজিটাল প্লাটফর্ম'। কৃষক মোবাইল ফোন, ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এর মাধ্যমএ সহজেই নিতে পারেন কাঙ্ক্ষিত সহযোগিতা। তাছাড়া টেলি-কনসালটেন্সির মাধ্যমে ভিডিও কলে সরাসরি মাঠে সমস্যা পর্যবেক্ষণ ও সমাধানে কৃষকদের সহযোগিতা করছে “ই-কৃষি ক্লিনিক"।

 ই-কৃষি ক্লিনিক থেকে উপকৃত মৌলভীবাজার জেলার কৃষক শংকর দাশ প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, "প্রবাস থেকে ফেরার পর চাষাবাদ শুরু করি। ফেসবুকের মাধ্যমে ই-কৃষি ক্লিনিক সম্পর্কে জেনে তাদের সাথে যোগাযোগ করি। তারপর আমার প্রতিটি সমস্যায় তারা সমাধান দিয়েছে এবং কখন কিভাবে সার, বালাইনাশক ব্যাবহার করব তার পরামর্শ দিয়েছে। আমার ফলন ও অনেক ভালো এবং এখনো বিক্রি যোগ্য ফযল মাঠে আছে। তবে তাদের সেবা  বিনামূল্যে দেয়াই আমরা খুব উপকৃত হয়েছি।"

এ সম্পর্কিত আরও খবর