করোনাকালীন সময়ে বন্ধ থাকা শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্তৃপক্ষ।
রোরবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অর্থ কমিটির ৩৩তম কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সভায় করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত হয়েছে। যারা এসব ফি জমা দিয়েছে তাদের ক্ষেত্রে এটি পরবর্তীতে সমন্বয় করা হবে অথবা ফেরত দেওয়া হবে।
শিক্ষার্থীদের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফের বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম।
এর আগে গত ৩১ আগস্ট পরিবহন ও আবাসিক হল ফি মওকুফের জন্য উপাচার্য বরাবর লিখিত আবেদন করেন শিক্ষার্থীরা।