শাবির ইকোনমিক এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে সেমিনার

বিবিধ, ক্যাম্পাস

শাবি করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-23 08:11:54

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ইকোনমিক এলামনাই এসোসিয়েশন এর উদ্যোগে 'Connecting Future to your present' শিরোনামে ভার্চুয়াল সেমিনার সম্পন্ন হয়েছে। সেমিনারে সারা দেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের দুশতাধিক সদ্য গ্রাজুয়েট ও শিক্ষার্থীরা অংশ নেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটি।

অনুষ্ঠানে অর্থনীতি এলমনাই এসোসিয়শনের সাধারণ সম্পাদক কাসমির রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোখলেছুর রহমান, শাবির অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল হাকিম শোভন ও মাহবুবুল রহমান মিল্টন, অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের উপসচিব মোস্তফা মোর্শেদ শিমন ও পুলিশের এএসপি সম্রাট তালুকদার।

এ সময় বক্তারা সদ্য গ্রাজুয়েটদের উদ্দ্যেশ্যে ভবিষ্যৎ পরিকল্পনার উপর বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণা, বেসরকারি চাকরি-ব্যাংক-বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এবং বিসিএস এই তিনটি খাতের উপর বিশেষভাবে আলোকপাত করেন।

সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোছলেহ উদ্দিন আহম্মদ খুশবু। এতে শাবিপ্রবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুশতাধিক গ্রাজুয়েট ও শিক্ষার্থীরা অংশ নেন। সবশেষে প্রশ্নোত্তর পর্বে আলোচক বৃন্দ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

উল্লেখ্য, অনুষ্ঠানটি অর্থনীতি এলামনাই এসোসিয়শনের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।

এ সম্পর্কিত আরও খবর