করোনার কারণে দীর্ঘ বন্ধের পর আগামী ১ অক্টোবর খুলতে যাচ্ছে রাজধানীর ঢাকায় অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন শেকৃবি প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শহীদুর রশিদ ভুঁইয়া বলেন, আমরা সকল ডিন, হল প্রভোস্ট, ডিরেক্টরদের সাথে মিটিং করে কিছু সুপারিশমালা তৈরি করেছি। সিন্ডিকেটে অনুমোদন সাপেক্ষে ১ অক্টোবর থেকে হল খোলার পরিকল্পনা করেছি। টিকা সনদ কার্ড (কমপক্ষে ১ ডোজ) ও আইডি কার্ড দেখিয়ে ছাত্রদের হলে প্রবেশ করতে হবে। কোনও অছাত্র, বহিরাগত হলে অবস্থান করতে পারবে না। নিজ নিজ হলের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, ১ অক্টোবর থেকে সকল অনলাইন পরীক্ষা বন্ধ থাকবে। পরীক্ষা, ক্লাসের বিষয়ে ডিনরা সিদ্ধান্ত নিবে। যারা এখনো টিকা দেয়নি, তাদেরকে দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের জন্য অনুরোধ থাকবে। ক্যাম্পাসে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. নজরুল ইসলাম, প্রক্টর ড. হারুন- অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. ফরহাদ হোসেন, বিভিন্ন অনুষদের ডিন এবং প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।