ঢাবির ভর্তি পরীক্ষা ১ অক্টোবর, বিভাগীয় শহরেও হবে পরীক্ষা

ভর্তিযুদ্ধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-19 07:45:57

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ অক্টোবর শুরু হচ্ছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজধানী ঢাকা ছাড়াও অন্য বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাড়াও প্রথম বারের মতো ৭টি বিভাগীয় শহরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সন্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা যেন কম সময়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে, অর্থ সাশ্রয় হয় ও ভোগান্তি লাঘব হয় সেই বিষয়গুলো মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য জানান, ১ অক্টোবর বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এছাড়া ২ অক্টোবর কলা অনুষদ (খ ইউনিট), ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট), ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান (ঘ ইউনিট) এবং ৯ অক্টোবর চারুকলা অনুষদের পরীক্ষা (চ ইউনিট) অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা হবে যেসব শহরে

চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবং ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর