ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির সংখ্যা ছিলো শতকরা ৮৪.০৪ শতাংশ। অনুপস্থিতি ছিলো শতকরা ১৫.৯৬ শতাংশ।
জানা যায়, আজ (২ অক্টোবর) ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সিলেট বিভাগের আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৯২১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৭৪ জন এবং অনুপস্থিত ছিলো ১৪৭ জন।
কোন ধরণের সমস্যা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন শাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ঢাবি ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক দিলারা রহমান।
এছাড়া ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীর জানান, দ্বিতীয় দিনের পরীক্ষাও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বা ভর্তি জালিয়াতি রোধে তারা সর্বদা তৎপর ছিলেন । বাকি ইউনিটের পরীক্ষাগুলোও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।