চবির ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ১০ হাজার ৮৬৩

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 11:00:37

 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির ডাকা ৪৮ ঘণ্টা ধর্মঘটের মধ্যে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। পথে পথে অসহনীয় পরিবহন ভোগান্তি আর বৈরী আবহাওয়ার সত্ত্বেও পরীক্ষার হলে ছুটে যান শিক্ষার্থীরা।

সোমবার (২৯ অক্টোবর) সকাল ও দুপরে দুই শিফটে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৮৬৩ ভর্তিচ্ছু। পরীক্ষা দেওয়ার জন্য ৪৪ হাজার ৪৩১ টি আবেদন জমা পড়লেও অংশ নেয় ৩৩ হাজার পাঁচশ ৮৮ শিক্ষার্থী। এই ইউনিটে ১ হাজার চারশ ৪৫ টি আসনের রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুর রহমান। তিনি বার্তা২৪.কমক জানান, পরিবহন ধর্মঘটের পরেও এ ইউনিটে ৩৩ হাজার পাঁচশ ৮৮ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুপস্থিত শিক্ষার্থীর বিষয়ে তিনি বলেন, এবার ৭৬ শতাংশ অংশ নিয়েছে গত বছর ছিল ৭১ শতাংশ। মূলত অনেক শিক্ষার্থী অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হওয়ায় এখানে সংখ্যাটা কমে এসেছে।

এদিকে মঙ্গলবার (৩০ অক্টোবর) যথারীতি ‘সি’ ইউনিটের অধীন ব্যবসা প্রশাসন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর