শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ আবাসিক হল পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আগামী ১৩ নভেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু হবে। তার আগে প্রত্যেক শিক্ষার্থীর কমপক্ষে এক ডোজ কোভিড টিকা নেওয়া নিশ্চিত করতে বলা হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) বুয়েট উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে একাডেমিক সেশন রিভিউ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. মিজানুর রহমান।
এর আগে গত ২৩ অক্টোবর ছাত্রকল্যাণ পরিচালকের কাছে ক্লাস শুরুর আগে আবাসিক হল খোলা এবং দাবি না মানলে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানায়।