ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন।
এ বছর ‘খ’ ইউনিটের ফলে বিপর্যয় নেমে এসেছে। পাস করেছেন মাত্র ১৬ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী। বাকি ৮৩ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।
এবার প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেশের সাতটি বিভাগে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র স্থাপন করে পরীক্ষার আয়োজন করা হয়।
‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে মোট ৪৭ হাজার ৬৩২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। প্রতি আসনে লড়েন প্রায় ২০ জন পরীক্ষার্থী।