জাবির ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিলের দাবি ছাত্রফ্রন্টের

ভর্তিযুদ্ধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-27 21:19:13

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

শনিবার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্টের সদস্য সুমাইয়া ফেরদৌস স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে শিফট পদ্ধতি বাতিল করে একই প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়।

বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক শোভন রহমান ও সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতো তীব্র প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে সকলের জন্য সমান সুযোগ অত্যন্ত জরুরি। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রচলিত শিফট পদ্ধতির ভর্তি পরীক্ষা এই সুযোগ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, 'ডি' ইউনিটের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ভর্তি পরীক্ষার ১০টি শিফটের মধ্যে শুধুমাত্র ৫ম শিফট থেকেই মেধা তালিকায় স্থান পেয়েছে ১০৪ জন। যা মোট আসনের ত্রিশ ভাগের বেশি। অন্যদিকে ৩য় শিফট থেকে মেধাতালিকায় স্থান পেয়েছে মাত্র একজন। এই পরিসংখ্যান থেকে মেধা যাচাইয়ের ক্ষেত্রে শিফট পদ্ধতির অকার্যকারিতা প্রমাণিত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর